পটুয়াখালীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামে রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তৈয়ব দেওয়ান নামের ৩৫ বছর বয়সী ওই যুবক দিনমজুর ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
স্থানীয়রা জানায়, পানি কম থাকায় বাড়ির পুকুর সেচে মাছ ধরতে যান তৈয়ব। পাশের একটি ডোবার সঙ্গে বৈদ্যুতিক তারের মাধ্যমে মোটর সংযুক্ত করেন। পানি সেচা শেষে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তৈয়ব বিদ্যুৎস্পৃষ্ট হন।
তার স্ত্রী ফাতেমা জানান, বিদ্যুতায়িত হয়ে পুকুরেই মৃত্যু হয় তৈয়বের। পুকুরে স্বামীর মরদেহ দেখে চিৎকার করে স্থানীয়দের ডেকে আনেন।
ওসি জগলুল জানান, বাকপ্রতিবন্ধী হওয়ায় এবং পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।