বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ শর্মিষ্ঠা রায় বলেন, ‘মেয়েদের সচেতন করতে এমন সিদ্ধান্ত নিয়েছি। তবে কেউ ঘুমের ওষুধ রাখলে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনো ছাত্রী প্রেসক্রিপশন বাদে ঘুমের ওষুধ রাখলে তার সিট বাতিলের ঘোষণা দিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রশাসন।
অন্য কোনো উপায়েও আত্মহত্যার চেষ্টা করলে সিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে কোনো ছাত্রী ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহত্যার চেষ্টা করলে হলে তার সিট কোনো কৈফিয়ত ছাড়াই বাতিল করা হবে।
প্রাধ্যক্ষ শর্মিষ্ঠা রায় বলেন, ‘মেয়েদের সচেতন করতেই এমন সিদ্ধান্ত। তবে কেউ ঘুমের ওষুধ রাখলে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে।’