বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে দোকানে বসে লুডু, ক্যারম ও তাস দিয়ে জুয়া খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চরমোনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম শনিবার রাতে এই নিষেধাজ্ঞা দেন। ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাঁটানো হয়েছে এ-সংক্রান্ত নোটিশ।
নোটিশে বলা হয়, ‘এতদ্বারা চরমোনাই ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র ইউনিয়নের কোনো দোকান বা স্থানে বসে স্মার্টফোন বা লুডু বোর্ডের দ্বারা লুডু এবং ক্যারম বোর্ড ও তাসের মাধ্যমে জুয়া খেলা এবং কোনো অবৈধ মাদক সেবন অবস্থায় যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
‘এবং সঙ্গে সঙ্গে যে দোকানে খেলা অবস্থায় পাওয়া যাবে সেই দোকান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হবে।’
ইউপি চেয়ারম্যান জিয়াউল নিউজবাংলাকে বলেন, ‘লুডু খেলা খারাপ নয়, কিন্তু স্মার্টফোনে লুডু খেলে যুবকরা বিপথগামী হচ্ছে। তারা প্রথমে শখের বসে খেললেও পরে জুয়ায় আসক্ত হয়ে যায়। তা ছাড়া অনেকে নানা ধরনের অভিযোগ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
কেউ জুয়া ছাড়া লুডু, ক্যারম বা তাস খেললে জরিমানা করা হবে কি না, সে প্রশ্নে চেয়ারম্যান বলেন, ‘না, এমনি খেললে কোনো অসুবিধা নাই।’