নরসিংদীর পুইট্যা হাটে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আহত হয়েছেন এক কৃষক। এ সময় মোহাম্মদ হানিফ নামের ৬০ বছর বয়সী ওই ব্যক্তির কাছে থাকা গরু কেনার ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুইট্যা গরুর হাট থেকে অচেতন অবস্থায় হানিফকে উদ্ধার করে রাত পৌনে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সেখানে হানিফের পাকস্থলী পরিষ্কার শেষে ৬০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
অসুস্থ হানিফের ছেলে রোমান মিয়া বলেন, ‘আমাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী মেসি কান্দি গ্রামে। গতকাল সকালের দিকে আমার বাবা, আমাদের গ্রামের অন্য কৃষকদের সঙ্গে নরসিংদীর হাটে যান, সেখানে গরু কেনার জন্য তার কাছে ৯০ হাজার টাকা ছিল। সেটা একটা কাপড়ে বাঁধা ছিল।
‘সেখানে একটি হোটেলে খাওয়াদাওয়া করে বাসস্ট্যান্ডে বসেছিল। তখন অজ্ঞান পার্টির লোকেরা আব্বাকে আচার খাওয়ায়। আব্বা অজ্ঞান হয়ে পড়লে তার কাছের সব টাকা নিয়ে চলে যায়।’
তিনি জানান, পরে তারা খবর পেয়ে অচেতন অবস্থায় তার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নরসিংদী থেকে একটি বয়স্ক লোক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।