নোয়াখালীতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলের দুই পক্ষের কর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছেন।
শনিবার বিকেলে এ ঘটনার সময় শহরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আহ্বায়ক কমিটির এই বর্ধিত সভা হয়। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলীসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল চারটার দিকে দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে প্রথমে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলকারীরা দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন সময় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অশালীন মন্তব্যের জন্য তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়কের অনুসারীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় মিছিলকারীরা সম্প্রতি ফেসবুক লাইভে ওবায়দুল কাদেরকে নিয়ে সাংসদ একরামুল করিম চৌধুরীর আপত্তিকর মন্তব্যে প্রতিবাদ জানিয়ে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দুই পক্ষকে দুদিকে সরিয়ে দেয়। এ সময় প্রায় দু ঘণ্টাব্যাপী শহরে যানজট দেখা দেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মিছিলকারীদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে বর্ধিত সভায় দুই যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন ও শহিদ উল্লাহ খান সোহেলসহ জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য উপস্থিত ছিলেন।