বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলকাতায় গেস্ট হাউসে আগুনে বাংলাদেশি নারীর মৃত্যু

  •    
  • ১২ মার্চ, ২০২২ ১২:৫৪

শনিবার ভোরে মির্জা গালিব স্ট্রিটের রাহবার গেস্ট হাউসে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতার মির্জা গালিব বা ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে আগুনে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৬০ বছর বয়সী ওই নারীর নাম শামিমাতুল আফরুল। বাড়ি ঢাকার নবাবগঞ্জের।

হোটেলটিতে আগুনের ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে মির্জা গালিব স্ট্রিটের রাহবার গেস্ট হাউসে আগুন লাগার ওই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, শহরের বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন ওই নারী।

অগ্নিকাণ্ডে ৩৫ বছরের মইনুল আলম নামের বাংলাদেশি যুবক ও মুর্শিদাবাদের মেহতাব আলম নামে ৪২ বছরের আরেক ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জা গালিব স্ট্রিট বা ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসের কর্মী জানান, গেস্ট হাউসের দোতলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে রিসিপশনে আগুন লাগে। পরে অন্য ঘরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো গেস্ট হাউস। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।

গেস্ট হাউজের ১০ থেকে ১২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ১৬ জনকে উদ্ধার করা হয়েছে ওই গেস্ট হাউস থেকে।

কীভাবে এই আগুন লাগল তা জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গেস্ট হাউজের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের জন্য গেস্ট হাউসটি সিল করে দিয়েছে নিউমার্কেট থানার পুলিশ।

এ বিভাগের আরো খবর