স্বাস্থ্যকর কর্ম পরিবেশ, শ্রমিকদের ন্যূনতম মজুরি দেয়াসহ সাত দফা দাবি জানিয়েছে শ্রমজীবী সংঘ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
তাদের অন্য দাবিগুলো হচ্ছে-সবার স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিত করা; চিকিৎসা বাণিজ্য বন্ধ করা ও সবার বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা; বিনামূল্যে বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা ও শিক্ষা বাণিজ্য বন্ধ করা; নারী-পুরুষ, ধর্মীয় ও জাতিগত বৈষম্য উচ্ছেদ করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশনে শ্রমিকদের দেয়া।
সমাবেশে বক্তারা বলেন, ‘দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। আমরা যারা কল-কারখানায়, খামারে কাজ করে জীবন চালাই তাদের বেঁচে থাকা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এখন আর ঘরে বসে চুপ থাকার সময় নেই। ধনীরা ও সরকার মিলে আমাদের বেঁচে থাকা অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।’
তারা আরও বলেন, ‘দেশের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গত ৫০ বছর ধরে যেসব সরকার রাষ্ট্রের ক্ষমতায় ছিল এবং এখনও আছে, প্রত্যেক সরকার শুধু ধনীদের স্বার্থ দেখেছে।’
সব আমলেই শোষণ বাড়িয়ে ৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তারা। বলেন, ‘কম মজুরি দিয়ে বেশি মুনাফা নিশ্চিত করছে। এই পরিস্থিতিতে মেহনতি মানুষের সংগঠিত হয়ে প্রতিবাদ করা ছাড়া আর পথ নেই।’
সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমজীবী সংঘের সভাপতি আব্দুল আলি, সাধারণ সম্পাদক মোদাচ্ছের বাবুল, সাংগঠনিক সম্পাদক রুবেল শিকদারসহ প্রমুখ।