সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নুরনগর ইউনিয়নের মানিকখালী গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
১৬ বছর বয়সী মালতী বর্মণ মানিকখালী গ্রামের শ্রীবাস বর্মণের মেয়ে। সে ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
ওই স্কুলছাত্রীর মা সুচিত্রা রানীর ধারণা, প্রেমিকের সঙ্গে অভিমানে তার মেয়ে আত্মহত্যা করেছে।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির সবাই মিলে পালাগান শুনতে গিয়েছিলাম। রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে দেখি মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে।
‘দরজা ভেঙে মেয়েকে নামানোর পর গ্রাম্য ডাক্তারকে ডাকা হয়। তিনি এসে বলেন আমার মেয়ে মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘মুন্সীগঞ্জ ইউনিয়নের তুষার বর্মণের ছেলে হিরণ বর্মণের সঙ্গে মালতীর সম্পর্ক ছিল। মেয়ের মোবাইল ফোনে রাতে ১৫৫ বার কল দিয়েছে হিরণ। ওই ছেলের কারণেই মারা গেছে আমার মেয়ে। এ ছাড়া মৃত্যুর কোনো কারণ নেই।’
ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।’