লালমনিরহাটের কালীগঞ্জে একটি বাজারে আগুন লেগে দশটি দোকানঘর পুড়ে গেছে। দোকানঘর মালিকদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া বাজারে শুক্রবার রাত আনুমানিক ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
বাজার পার্শ্ববর্তী বাসিন্দা কামরুল নিউজবাংলাকে বলেন, ‘ভোরে বাজারে লোকজনের ডাক চিৎকারে ঘুম ভেঙে যায়। বাজারে গিয়ে দেখি দোকানগুলোতে আগুন জ্বলছে। উপস্থিত লোকজন আগুন নেভাতে চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।’
আগুনে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী হেলাল মিয়া বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে আমি এখন নিঃস্ব।’
হযরত আলী টেইলার্সের মালিক সুলতান মিয়া বলেন, ‘আমার দোকানে থাকা মেশিন, কাপড়সহ সবকিছু পুড়ে গেছে। এই টেইলার্স দিয়েই সংসার চালাই। এখন কি করব কিছুই বলতে পারতেছি না।’
শিয়াল খোওয়া বাজারের ইজারাদার মমিনুল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমি দ্রুত বাজারে আসি। উপস্থিত সবাই আগুন নেভাতে চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নেভায়। তবে ততক্ষণে মার্কেটের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’
ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের বরাতে তিনি জানান, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের বলেন, ‘ভোর ৫টার পর আগুন লাগার খবর পাই। বাজারে গিয়ে আগুন নেভানো হয়। ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
‘আগুনে গ্যাস সিলিন্ডারের দোকানসহ ১০টি দোকান পুরে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগছে।’
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হলেও এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বলা যাবে।’