বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারের লুটের কারণে দাম বেড়েছে: ফখরুল

  •    
  • ১১ মার্চ, ২০২২ ১৩:৫৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চালের দাম তো বাড়তেই আছে। তেল ও পেঁয়াজের দামও বাড়ছে। কারণ আপনারা লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সঙ্গে জড়িত সবাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সদস্য।’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ায় সরকারের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছে ইউক্রেন যুদ্ধের কারণে দাম বাড়ছে। এটা আরেকটা মিথ্যা কথা না? কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে থেকেই তো দাম বাড়ছে।

‘চালের দাম তো বাড়তেই আছে। তেল ও পেঁয়াজের দামও বাড়ছে। কারণ আপনারা লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সঙ্গে জড়িত সবাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সদস্য।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে ‘আদম ব্যবসায়ী’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কৃষকের পণ্য এখানে আমরা যারা ভোক্তা হিসেবে আছি তাদের ১০/১২ গুণ দিয়ে কিনতে হয়। অর্থমন্ত্রী আছেন একজন, যিনি অতীতে আদম ব্যবসা করতেন। পরিকল্পনা মন্ত্রী ছিলেন সরকারের আমলা। তিনি বলেন, দাম বেড়েছে, কিন্তু বিশ্বের তুলনায় কম বেড়েছে। এখানে মুদ্রাস্ফীতি অনেক কম আছে।’

ফখরুল বলেন, ‘নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে। আজকে সাধারণ মানুষের করুন অবস্থা। সব কিছুর দাম বাড়ল কেন? কারণ আপনারা সব চুরি করছেন। চুরি বললে ভুল হবে, ডাকাতি করছেন। সাধারণ ডাকাতি নয় বর্গীদের ডাকাতি।’

গত কয়েকদিন ধরে টিসিবি গাড়ির পেছনে মানুষের লাইন দীর্ঘ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষ আজ অসহায়। দেশে গরিব মানুষ সংখ্যা বেড়ে গেছে, অথচ এ সরকার বলছে মানুষের ক্রয় ক্ষমতা কয়েকগুণ বেড়েছে। আসলে এ সরকার তথ্য সন্ত্রাস করছে, এ সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া।’

তত্বাবধায়ক সরকার নিয়ে ভয় কেন

গত দুই জাতীয় নির্বাচনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেছেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি ভোটে না যায়, আর কেয়ারটেকার সরকার নিয়ে কথা বলতে থাকে তাহলে অতল জলে ডুবে যাবে। ওবায়দুল কাদেরকে বলতে চাই, এত ভয় কেন নিরেপক্ষ সরকারে? এত ভয় কেন তত্বাবধায়ক সরকারে। নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার দিয়ে দেখেন, আওয়ামী লীগ ডুবে নাকি বিএনপি ডুবে।’

এ বিভাগের আরো খবর