বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেনে কাটা ৩ স্কুলছাত্রী: তদন্তে নেমেছে ২ কমিটি

  •    
  • ১০ মার্চ, ২০২২ ২৩:০৪

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারের পাশে লেভেলক্রসিংয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে নিহত হয় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩ ছাত্রী।

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহতের ঘটনা তদন্তে গঠন করা দুই কমিটি কাজ শুরু করেছে।

কমিটিগুলোকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

একটি কমিটি করেছে জেলা প্রশাসন, সেটির আহ্বায়ক কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফি। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবদুর রহীম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান।

আরেকটি কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার আলীকে প্রধান করে ৪ সদস্য এ দুর্ঘটনার তদন্ত করবে।

কমিটির প্রধানরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারের পাশে লেভেলক্রসিংয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে নিহত হয় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩ ছাত্রী।

তাদের স্মরণে বৃহস্পতিবার বন্ধ রাখা হয় স্কুল।

নিহত মোসাম্মৎ মীম, রীমা আক্তার ও তাসপিয়া আক্তার তন্বীর বাড়ি পাশের দুর্গাপুর গ্রামে।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘নিহতদের পরিবারকে দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে বিতরণ করেছি।’

এ বিভাগের আরো খবর