রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙাপ্রেস এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাওন নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহত অবস্থায় উদ্ধারের পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের সহকর্মী মো. আলম বলেন, ‘আমরা ভাঙাপ্রেস এলাকার আবেদিন টাওয়ারে টাইলসের কাজ করছিলাম। ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শাওন তিন তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।’
তিনি আরও বলেন, ‘শাওনের বাড়ি কোথায় সেটি আমাদের জানা নেই।’
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানিয়েছি।’