ঠাকুরগাঁওয়ের সন্তানের সামনে ধর্ষিত হওয়ার অভিযোগ তোলা সেই নারী আদালতে মামলা করেছেন।
ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বুধবার তিনি মামলার আবেদন করেছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. জাকারিয়া।
তিনি জানান, আবেদন আমলে নিয়ে বিচারক গোলাম ফারুক রুহিয়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অ্যাডভোকেট জাকারিয়া নিউজবাংলাকে বলেন, ‘সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ তুলে করা মামলার প্রধান আসামি রেলগেট কিপার শামিম ইসলাম। অন্য আসামিরা হলেন মো. মেজর, মো. এনামুল হক, উজ্জ্বল দাস ও তান্ত্রিক প্রকাশ বর্মণ।’
সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী ওই নারীকে তার তিন বছরের শিশুসন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে।
ওই নারী নিউজবাংলাকে জানান, গত ৩ মার্চ একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ডেকে পাশের একটি কোয়ার্টারে নিয়ে তার শিশুসন্তানের সামনে ধর্ষণ করেন তান্ত্রিক প্রকাশ। রাতভর সেখানে তাকে আটকে রেখে অন্য আসামিরাও ধর্ষণ করেন।
আরও পড়ুন: সন্তানের সামনেই ‘ধর্ষণের শিকার’ সেই নারী কোথায়
বাদী অভিযোগ করেন, এ ঘটনার পর মামলা করতে চাওয়ায় তাকে নানা হুমকি দেয়া হয়। এ কারণে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। এখন আইনজীবীর মাধ্যমে মামলা করেছেন।
রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, ‘ঘটনাটি ঘটার পর থেকে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দুবার ওই নারীর বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
‘সমাজের কটু প্রশ্নের ভয়ে এতদিন সে আত্মগোপনে ছিল। শুনেছি আদালতে মামলা করেছে। কাগজ পেলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা পুলিশ নেবে।’