করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের ব্যাপক চাহিদার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বিডির আয় বেড়েছে ১৪ শতাংশের বেশি।
কোম্পানির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয় করার পর বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ৫৫ টাকা অর্থাৎ ৫৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে। ১৯৭৮ সালে তালিকাভুক্ত হওয়ার পর কখনও কোম্পানিটি এত বেশি লভ্যাংশ দেয়নি।
বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটি ১২২ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৬৫ টাকা আয় করেছে। এই হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা।
আগের বছর কোম্পানিটির আয় ছিল ১০৭ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৮৮২ টাকা আয় করেছিল কোম্পানিটি। ওই বছর শেয়ারপ্রতি আয় ছিল ৭০ টাকা ৫৪ পয়সা। ওই বছর শেয়ারপ্রতি লভ্যাংশ এসেছে ৪০ টাকা।
কোম্পানিটি এর আগে সর্বোচ্চ লভ্যাংশ দিয়েছিল ২০১৯ সালে। ওই বছর তারা শেয়ারপ্রতি রেকর্ড ৮০ টাকা ৯২ টাকা, অর্থাৎ ১২৩ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৮৩৬ টাকা আয় করে ৫০ টাকা অর্থাৎ ৫০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানিটির আয়ের পাশাপাশি সম্পদমূল্যও বেড়েছে। গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর ছিল ৩৫৫ টাকা ৭১ পয়সা।
যারা এই লভ্যাংশ নিতে চান, তাদের আগামী ৩১ মার্চ শেয়ার ধরে রাখতে হবে। অর্থাৎ সেদিন হবে লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডাকা হয়েছে আগামী ১২ মে।