কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে আরও ২ হাজার ৯৮২ জন রোহিঙ্গা পৌঁছেছে। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ২৫ হাজার ৫৮৪ জন রোহিঙ্গা নাগরিক গেল।
নৌবাহিনীর ৭টি জাহাজে করে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তারা ভাসানচর পৌঁছায়।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসাইন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জাহাজ থেকে নামার পর তাদের সবাইকে নৌবাহিনীর পন্টুনসংলগ্ন হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গাড়িতে করে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়েছে।’
এ কর্মকর্তা আরও বলেন, ‘আরও ৭৭ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে এখানে (ভাসানচর) বেড়াতে এসেছেন। ১৪৯ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন, তারাও একই জাহাজে ফিরে এসেছেন।’
নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ১২ দফায় ২৫ হাজার ৫৮৪ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।