যাতায়াত সচল রেখে রাস্তা সংস্কার ও সড়ক দুর্ঘটনা ঠেকাতে রাস্তা সরলীকরণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের অধিগ্রহণ করা জমির টাকা দ্রুত প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিতেও সুপারিশ করেছে স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
এদিন জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক হয়।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম ও মেরিনা জাহান।
বৈঠকে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসহ সার্বিক কাজে সন্তোষ প্রকাশ করে কমিটি।
একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্ধারিত সময়ে সব প্রকল্পের কাজ শেষ করতে তাগিদ দিতেও সুপারিশ করে কমিটি।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুই সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্প ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
আরও ছিলেন ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা।
এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।