বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৌচাক ভাঙল বাজপাখি, প্রাণ গেল ৩২ কবুতরের

  •    
  • ১০ মার্চ, ২০২২ ১১:৫৩

ইউনিয়ন পরিষদ সদস্য রাধানাথ বলেন, ‘হঠাৎ বাজপাখির কারণে মৌচাক ভেঙে পড়ে। মৌমাছির হুল ফুটে আমার ৩২টি কবুতর মারা যায়। গরু-ছাগলসহ আমাদেরও হুল ফুটিয়েছে।’

রাধানাথ বর্মনের বাড়ির উঠানের আমগাছের ডালে ছিল বেশ বড় এক মৌচাক। দুই বাজপাখি সেই ডালে বসে মারামারি শুরু করলে ডানার আঘাতে ভেঙে যায় মৌচাকটি।

এরপর মৌমাছি শুরু করে তাণ্ডব। আশপাশের মানুষ, পশুপাখি যাকেই পায় হুল ফোটানো শুরু করে।

এতে প্রাণ যায় ৩২ কবুতরের। আহত হন ৫৫ বছর বয়সী রাধানাথ বর্মন, তার স্ত্রী ৫০ বয়সী পূর্ণিমা রাণী ও ৭০ বছর বয়সী মা সুরবালা এবং ছয়টি গরু ও দুটি ছাগল।

এ ঘটনা ঘটে বুধবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামে।

ইউনিয়ন পরিষদ সদস্য রাধানাথ নিউজবাংলাকে বলেন, ‘আমগাছের আড়ালে যে মৌমাছির চাক ছিল সেটা আমরা কেউই জানতাম না। হঠাৎ বাজপাখির কারণে মৌচাক ভেঙে পড়ে। মৌমাছির হুল ফুটে আমার ৩২টি কবুতর মারা যায়। গরু-ছাগলসহ আমাদেরও হুল ফুটিয়েছে।’

এ ঘটনার পর পুলিশ ও চিকিৎসক তাদের বাড়ি পরিদর্শন করেছেন বলে জানান এই ইউপি সদস্য।

এ বিভাগের আরো খবর