নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা আলীম উদ্দিন চৌধুরীকে অর্থ আত্মসাতের অভিযোগে কারাগারে পাঠিয়েছে আদালত।
দুদকের মামলায় বুধবার দুপুরে জেলা বিশেষ জজ আদালতে আত্মসমর্পণে গেলে বিচারক এ এন এন মোরশেদ আলম খান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের আইনজীবী আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলীম উদ্দিন চৌধুরী চাটখিল উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা থাকাকালে সহযোগী আহাম্মদ হোসেন সোহাগকে নিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে উপজেলা সমবায় সমিতির সদস্যদের ৪৯ লাখ ৮৭ হাজার ৪০ টাকা আত্মসাৎ করেন।
তিনি আরও জানান, দুদকের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দুদকের তৎকালীন উপপরিচালক তালেবুর রহমান ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর আলীম উদ্দিন চৌধুরী ও আহাম্মদ হোসেন সোহাগকে আসামি করে মামলা করেন।
সেই মামলায় আলীম আত্মসমর্পণে গেলে আদালতে তাকে কারাগারে পাঠায়। মামলাটি আদালতে বিচারাধীন বলে জানান আইনজীবী কাশেম।