কেক কেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র সংসদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কক্ষে বুধবার সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।
এ সময় সংগঠনের সভাপতি আরাফাত ইসলাম আমান, সাধারণ সম্পাদক নিলয় দেব, সহসভাপতি এস এম ফয়সাল রোজ, নভেরা হাসান নিক্কন, অর্পিতা বিশ্বাস ছোঁয়া, যুগ্ম-সাধারণ মুশফিকর রহমান মুকিত, সাকিফ সাদ, সাংগঠনিক সম্পাদক মো. বাশার, দপ্তর সম্পাদক ইফতেশাম ইজাজ, অর্থ সম্পাদক শারমীন সুলতানা নিশি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাফিস ইসমাম তাশিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরাফাত ইসলাম আমান বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই মুক্তবুদ্ধির বিকাশ ও দেশীয় চলচ্চিত্রের প্রসারে কাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এরই ধারাবাহিকতায় আমরা দারুণ সব ইভেন্ট হাতে নিয়েছি। যার বাস্তবায়ন খুব শিগগিরই হতে চলছে।’
অন্যান্য নেতৃবৃন্দ সুস্থ্য ও স্বাধীন ধারার চলচ্চিত্র চর্চা, চলচ্চিত্র সংসদ আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে সমুন্নত রাখতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন শরীফ আহমেদ সনেট এবং সাধারণ সম্পাদক ছিলেন দেবাশীষ বিশ্বাস পাভেল। প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করছে সংগঠনটি।