রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গনে বুধবার সকাল ৯ টায় প্রদর্শনীর উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
আয়োজকরা জানান, প্রদর্শনীর জন্য গত ১ জানুয়ারি থেকে ছবি পাঠানোর আহ্বান জানানো হয়। বাংলাদেশসহ বিশ্বে কয়েক দেশ থেকে ৪০০ আলোকচিত্রীর পাঠানো ছবি থেকে বাছাই করে ১২৮টি ছবি প্রদর্শনীর জন্য নেয়া হয়।
প্রদর্শনীর বিষয়ে জানতে চাইলে সংগঠনের জনসংযোগ সচিব ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আতিক আবরার বলেন, ‘ফটোগ্রাফি সুন্দর কিছু দেখার একটি শৈল্পিক কাজ। তাই মানুষকে কিছু সুন্দর দৃশ্য বা সুন্দর কিছু মুহূর্ত উপহার দেয়ার জন্য আমরা এর আয়োজন করেছি।
তিনি আরও বলে, ‘এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ফটোগ্রাফার, দেশের ও দেশের বাইরের আলোকচিত্রকদের ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি চিত্র রয়েছে।’
এই প্রদর্শনী চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত।