চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে র্যাবের হাতে আটকের পর অসুস্থ হয়ে হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম বাবুল। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌর এলাকায়।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি জানান, ২০০৭ সালের একটি হত্যা মামলার ও একটি সিআর মামলার আসামি বাবুল। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান, বাবুল স্ত্রীকে নিয়ে মঙ্গলবার রাতে শেভরন হাসপাতালে ডাক্তার দেখাতে যান। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করতে যায় র্যাব।
ইউসুফ বলেন, ‘রাতে নগরীর পাঁচলাইশে শেভরণ হাসপাতালের সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়। এসময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।
‘রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।’
এ বিষয়ে জানতে বাবুলের স্ত্রী সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।