বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৪ ঘণ্টায় বছরের সর্বনিম্ন রোগী, সবচেয়ে কম মৃত্যু

  •    
  • ৯ মার্চ, ২০২২ ১৭:০০

গত এক দিনে মৃত্যু হয়েছে একজনের। চলতি বছর ২৪ ঘণ্টায় এটিই সর্বনিম্ন মৃত্যু। গত বছরের ২০ নভেম্বর ও ৯ ডিসেম্বর কোনো মৃত্যু হয়নি ভাইরাসটিতে। তবে বেশ কয়েক দিন একজনের মৃত্যু হয়, যা সর্বশেষ দেখা যায় চলতি বছরের ৮ জানুয়ারি। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী পাওয়া গেছে ১ দশমিক ৯৭ শতাংশ। এই হারও চলতি বছরের সর্বনিম্ন।

চলতি বছর করোনাভাইরাসে এক দিনে সবচেয়ে কম রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩২৩ জন নতুন রোগী পাওয়ার কথা জানানো হয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম রোগী পাওয়া যায় ৩৭০ জন। এদিন করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

এই ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী পাওয়া গেছে ১ দশমিক ৯৭ শতাংশ। এই হারও চলতি বছরের সর্বনিম্ন। এর চেয়ে কম শনাক্তের হার পাওয়া গেছে গত ২৩ ডিসেম্বর, যেদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৫ শতাংশ।

এ নিয়ে টানা ১৩ দিন পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে পাওয়া গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আর এক দিন শনাক্তের হার ৫ শতাংশের নিচে পাওয়া গেলেই করোনার ‍তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা যাবে।

গত এক দিনে মৃত্যু হয়েছে একজনের। চলতি বছর ২৪ ঘণ্টায় এটিই সর্বনিম্ন মৃত্যু। গত বছরের ২০ নভেম্বর ও ৯ ডিসেম্বর কোনো মৃত্যু হয়নি ভাইরাসটিতে। তবে বেশ কয়েক দিন একজনের মৃত্যু হয়, যা সর্বশেষ দেখা যায় চলতি বছরের ৮ জানুয়ারি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটির বাড়ি সিলেটে। পঞ্চাশোর্ধ্ব এই রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করে ৩২৩ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন। মারা গেছেন ২৯ হাজার ৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। গতকাল ১৮ জেলা ছিল করোনা রোগীশূন্য। আগের দিন করোনাশূন্য জেলার সংখ্যা ছিল ১৬টি। তার আগের দিন করোনাশূন্য ছিল ১০ জেলা।

গত ২০ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আরও আট দিন সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। ২৮ জানুয়ারি শনাক্তের হার রেকর্ড গড়ার পরদিন থেকেই তা নামতে থাকে। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় প্রথমবারের মতো। সে অনুযায়ী করোনা শনাক্তের দুই বছর পূর্ণ হয়েছে মঙ্গলবার।

এ বিভাগের আরো খবর