গোপালগঞ্জে এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয়ে গেল বসন্ত ও পিঠা উৎসব।
স্কুলের মাঠে বুধবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিতই, ভাপা, পাটিসাপটাসহ নানা ধরনের পিঠা আনা হয় উৎসবে। সেই সঙ্গে ছিল শিশুদের নাচ-গান পরিবেশন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম মিন্টু।
শাহিদা সুলতানা বলেন, ‘বসন্তের আমেজে চারপাশ রঙিন। পিঠা আমাদের দেশের ঐতিহ্য বহন করে। এমন অনুষ্ঠান শিশুদের আনন্দ দেয়। সামনেও এরকম আয়োজন করতে চাই আমরা।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নাজমুন্নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম।