বরিশালের বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।
উপজেলার পূর্ব রহমতপুর গ্রামে বুধবার সকালে এই ঘটনা ঘটে।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৪৫ বছর বয়সী রফিকুল ইসলাম খানের বাড়ি উপজেলার পূর্ব রহমতপুর গ্রামে।
রফিকুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম বলেন, ‘সকাল ৯টার দিকে আমার স্বামী জানালার গ্রিল ধরলে আটকে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্থানীয়রা জানান, বড় ভাই হারুন অর রশিদের ঘর থেকে বিদ্যুৎলাইন টেনে পানির মোটর ব্যবহার করত রফিকের পরিবার। ঘরের জানালার গ্রিলের ভেতর দিয়ে তার টেনে মোটরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। তারের কোথাও লিক থাকায় গ্রিল আগে থেকেই বিদ্যুতায়িত ছিল।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।’