রোমানিয়ার বুখারেস্ট থেকে দেশে ফিরেছেন ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক ও ক্রু।
টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার দুপুর ১২টা ১ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বুখারেস্ট থেকে তারা বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে রওনা দিয়েছিলেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুখারেস্টের হেনরি কোয়ান্ডা এয়ারপোর্টে ইমিগ্রেশন ও বোর্ডিং শেষে বিমানে ওঠার আগে নাবিক-ক্রুদের কয়েকজন। ছবি: সংগৃহীত‘এমভি বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। জাহাজটির ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরু হলে আর ফিরতে পারেনি এটি।
বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজটি। এর মধ্যে গত ২ মার্চ সন্ধ্যায় রকেট হামলায় নিহত হন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ। পরের দিন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিক ও ক্রুকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী ৭ মার্চ নিউজবাংলাকে জানান, হাদিসুরের মরদেহ বুখারেস্টে আনার প্রক্রিয়া চলছে। মরদেহ ফ্রিজারে সংরক্ষণের সব ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে ফ্লাইটে তার মরদেহ দেশে পাঠানো হবে।
ফেরত আসা ২৮ নাবিক
ইউক্রেনে হামলার শিকার ‘বাংলার সমৃদ্ধি’ থেকে দেশে আসা ২৮ নাবিক হলেন জি এম নূর ই আলম, মো. মনসুরুল আমিন খান, সেলিম মিয়া, রমাকৃষ্ণ বিশ্বাস, মো. রোকনুজ্জামান রাজীব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মো. ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আউয়াল, সালমান সারওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদি, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসেন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মহিন উদ্দিন, হোসেইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সারওয়ার হোসেন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসেন, মো. আতিকুর রহমান, মো. শফিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।