বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রলীগকর্মীদের কাছে ‘চাঁদা তুলে’ ব্যানার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ মার্চ, ২০২২ ০৯:৫২

অভিযোগের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘অভিযোগের বিষয়টি জেনেছি। কিন্তু যাচাই-বাছাই করে সেটির কোনো সত্যতা পাওয়া যায়নি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ভরে গেছে পুরো বিশ্ববিদ্যালয়।

কিন্তু এই ব্যানার তৈরি করতে কর্মীদের ওপর চাপ প্রয়োগ করে চাঁদা তোলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের এক প্রার্থীর বিরুদ্ধে।

অভিযুক্ত ঐ প্রার্থীর নাম শুভ্রদেব ঘোষ। তিনি এবারের হল সম্মেলনে সভাপতি পদপ্রার্থী। শুভ্রদেব বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের কয়েকজন কর্মীকে গেস্ট রুমে বসিয়ে শাখা ছাত্রলীগ সভাপতির নির্দেশে ব্যানার তৈরির জন্য টাকা দিতে হবে বলে জানান শুভ্রদেব। এতে কয়েকজন টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করলে তাদের কাছ থেকে জোর করে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করা শর্তে নবাব আব্দুল লতিফ হলের এক ছাত্রলীগকর্মী বলেন, ‘প্রথমে ব্যানার তৈরির জন্য টাকা চাইলে আমিসহ আরও কয়েকজন অসম্মতি জানাই। পরে সভাপতির নির্দেশের কথা বলে জোর করে আমাদের কাছ থেকে টাকা নেয়া হয়।’

তবে চাঁদা নেয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শুভ্রদেব ঘোষ বলেন, ‘এই অভিযোগ পুরোটাই ভিত্তিহীন ও বানোয়াট। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা থাকে। হল সম্মেলনকে কেন্দ্র করে আমার প্রতিদ্বন্দ্বীরা এমন মিথ্যা অভিযোগ তুলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘অভিযোগের বিষয়টি জেনেছি। কিন্তু পরে যাচাই-বাছাই করে সেটির কোনো সত্যতা পাওয়া যায়নি।’

এ বিভাগের আরো খবর