অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত আইন লঙ্ঘন ও চোরাচালান প্রতিরোধে লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সমন্বয় সভা হয়েছে।
হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাং ঝারা সীমান্তে মঙ্গলবার দুপুরে দুই বাহিনীর কমান্ডার পর্যায়ের সভা হয়।
এই সভায় বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান ও বিএসএফের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জলপাইগুড়ি ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভি কে কাসানা।
আজমল হোসেন জানান, সভায় অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত আইন লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।