দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করেন।
বেলা ১১টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু করে এটি নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন।
পরে দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের মূল পর্বের উদ্বোধন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ্ খান। এ সময় তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে ঋতুরাজ বসন্তের প্রভাব নিয়ে আলোচনা করেন। তা ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যের ‘পউষের পাতা ঝরা তপোবনে’ কবিতাটি আবৃত্তি করে শোনান।
এ সময় বাংলা বিভাগের শিক্ষক প্রভাষক আব্দুল হালিম ও আঙ্গুর হোসেন উপস্থিত ছিলেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মাণাধীন ক্যাম্পাসে শামিয়ানার নিচে বসে ‘চড়ুইভাতি’ অনুষ্ঠান করেন। নিজেরাই রান্নাবান্না করে পরিবেশন করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। কলাপাতায় খাবার খেয়ে বাঙালি সংস্কৃতির অতীত স্মরণ করেন তারা।
এরপর সন্ধ্যা নাগাদ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা বিভাগের শিক্ষার্থীরা তখন গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন। উৎসব উপলক্ষে শিক্ষার্থীরা ঋতুরাজ বসন্তের প্রকৃতির সঙ্গে মিলিয়ে পরেন শাড়ি ও পাঞ্জাবি।
বাংলা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী শরীফা আক্তার বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে গত বছর আমরা এ উৎসব করতে পারিনি। এ বছর বেশ আনন্দঘন পরিবেশে হয়েছে। সবাই মিলে খুব এনজয় করেছি।’
বাংলা বিভাগের শিক্ষক প্রভাষক আব্দুল হালিম বলেন, ‘ক্লাসের পড়ার বাইরেও শিক্ষার্থীদের অনেক কিছু শেখার আছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তারা বাঙালি সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ হবে।’