বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রেমিকার বাড়ি থেকে পালাতে গিয়ে কিশোরের মৃত্যু

  •    
  • ৮ মার্চ, ২০২২ ১৯:৪০

স্থানীয়রা জানিয়েছেন, সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের সোহেল খানের স্কুল পড়ুয়া ১৬ বছর বয়সী মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।

রাতের আঁধারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধাওয়া খেয়ে সুমন খন্দকার নামে এক কিশোর প্রেমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

১৭ বছর বয়সী নিহত সুমন বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের ইব্রাহীম খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের সোহেল খানের স্কুল পড়ুয়া ১৬ বছর বয়সী মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার মাঝরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন সুমন। এ সময় তার সঙ্গে ছিল একই গ্রামের বন্ধু সিফাত বেপারী।

এদিকে, উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির লোকজন সুমনকে ধাওয়া করেন। এ সময় সুমনের সহযোগী সিফাত কৌশলে পালিয়ে যান। আর পাশ্ববর্তী নদীর পাড়ের বোরো ক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে পালাতে যান সুমন। কিন্তু ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে জমির মালিক আবুল মীরা ধান ক্ষেতে গত কয়েকদিন ধরেই বিদ্যুতের লাইন স্থাপন করেছিলেন। বৈদ্যুতিক সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, ‘পুরো ঘটনাটির তদন্ত চলছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহত সুমনের প্রেমিকাকে থানা হেফাজতে আনা হয়েছে। পাশাপাশি সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর