সপ্তাহে সাত দিন ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। এ বছরের ১৩ মার্চ থেকে চালু হবে এই সেবা। এছাড়া ১৬ মার্চ থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সপ্তাহে তিনদিনের পরিবর্তে চারদিন ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
এতে বলা হয়েছে, চেন্নাই ও মালেগামী যাত্রীর চাপ সামাল দিতেই ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
চেন্নাই ও মালেতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলার বহরে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ ও সাতটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
চেন্নাই ও মালে ছাড়াও কলকাতা, শারজাহ, দুবাই, মাস্কট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজুতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
করোনাভাইরাস মহামারি কারণে ব্যাংককে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হলেও সেটি শিগগিরই চালুর কথা জানিয়েছে তারা। এছাড়া কলম্বো, দিল্লি, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনাতেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের।