সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) তিনটি নতুন সঞ্চয় স্কিম চালু করেছে।
দেশের মানুষের মৌলিক চাহিদাকে বিবেচনায় নিয়ে সঞ্চয়ের সাথে দ্বিগুণ বিনিয়োগ সুবিধাসংবলিত ভিন্নধর্মী এই তিনটি সঞ্চয় স্কিম চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।
স্কিমগুলো হচ্ছে- এসআইবিএল শিক্ষা সঞ্চয় স্কিম, এসআইবিএল চিকিৎসা সঞ্চয় স্কিম এবং এসআইবিএল বিবাহ সঞ্চয় স্কিম। স্কিমগুলোর আওতায় একজন সঞ্চয়কারী সঞ্চয়ের দ্বিগুণ বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।
সোমবার রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই স্কিম তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মাহবুব উল আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক, সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।