সবার হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন সবাই। অনেকে ব্যস্ত গ্রুপ সেলফি তোলায়। অনেকে আবার বসে পড়েছেন আনন্দ আড্ডায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রথম দিন এভাবেই কেটেছে নবীন শিক্ষার্থীদের।
নানা আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে উৎসবমুখর পরিবেশে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ১৬তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন বিভাগের শিক্ষক-অগ্রজরা। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগ ও ইন্সটিটিউটে আলাদা করে সশরীরে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
এদিন ক্যাম্পাস মেতেছিল উৎসবের আমেজে। নবীন শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেন। অনেকের সঙ্গে অভিভাবকদেরও দেখা গেছে।
পাশাপাশি ক্যাম্পাসে অগ্রজরাও এসেছেন সাজগোজ করে নানা আয়োজনে নবীনদের বরণ করে নিতে।
প্রত্যেক বিভাগে আলাদাভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসে স্ব স্ব বিভাগের শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষকরা নবীনদের ফুল উপহার দেয়ার মাধ্যমে ক্যাম্পাসে স্বাগত জানান। এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম মেনে চলতে নবীনদের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া বিভিন্ন বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ যায়নি মিষ্টি বিতরণ পর্বও।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে এসে বাংলা বিভাগের শিক্ষার্থী রাসেল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে খুবই ভালো লাগছে। সবার সঙ্গে পরিচিত হচ্ছি। বিভিন্ন জায়গায় ঘুরছি। নতুন পরিবেশ, তবে ভালো লাগছে। নিজের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করব ও দেশ গড়ার কাজে নিয়োজিত হবো।’
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুক্তা আক্তার বলেন, ‘জীবনের সেরা সময়গুলো হয়তো পার করছি। দিনগুলো খুব সুন্দর যাচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই। বাংলাদেশকে দেখতে চাই অনন্য উচ্চতায়।’
প্রতিষ্ঠালগ্নে মাত্র ৪৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও আজ প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে দেড়শ’ বছরের পুরনো এ বিদ্যাপীঠটিতে।