রাষ্ট্রায়ত্ত জাহাজ কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসির শেয়ার নিয়ে গুজব ছড়িয়েছেন, এমন ৩৫ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন সংস্থটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনটি করা হয় এ বিশেষ পরিস্থিতিতে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর থেকে পুঁজিবাজারে টানা যে দরপতন হচ্ছে, সেটি ঠেকাতে একটি বিশেষ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করেন বিএসইসি কমিশনার। জানান, এক দিনে শেয়ারের দর সবচেয়ে বেশি কমতে পারবে সর্বোচ্চ ২ শতাংশ, যা এতদিন ছিল ১০ শতাংশ। তবে শেয়ারদর বাড়তে পারবে আগের মতোই ১০ শতাংশ।
এ সময় তিনি বিএসসির শেয়ারের দরপতন ঘটাতে একটি চক্রের ভূমিকার কথা তুলে ধরেন। বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধাবস্থা ও বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি জাহাজ পরিত্যক্ত ঘোষণাকে অনেকে গুজব ছড়াচ্ছেন।
তিনি বলেন, ‘এ জাতীয় ৩৫ জন গুজবকারীকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।‘
বিএসইসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ
ইউক্রেনে রুশ হামলায় বিএসসির জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ হামলার আগের দিন ২৩ ফেব্রুয়ারি জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছে। যুদ্ধের কারণে সেখানেই নোঙ্গর করে রাখা হয়।
গত ২ মার্চ একটি গোলার আঘাতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো হয়। জাহাজটি এখন পরিত্যক্ত ঘোষণা করে ২৮ জন নাগরিককে উদ্ধার করে আনা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেটিকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১২৫ টাকা ২০ পয়সা। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার দিন পুঁজিবাজারে দরপতনের দিন তা কমে হয় ১২০ টাকা ১০ পয়সা। অষ্টম দিনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি দরপতনে ১৮২ পয়েন্ট সূচক কমার দিন শেয়ারদর কমে দাঁড়ায় ১০৭ টাকা ১০ পয়সা। পরের দিন সকালে দাম আরও কমে হয় ১০৩ টাকা ৫০ পয়সায় নেমে আসে।
দুই মাসেরও কম সময়ে তিন গুণ বেড়ে যাওয়া বিএসসির শেয়ার দর সংশোধনের মধ্যেই ইউক্রেনে জাহাজে হামলা হয়। এরপর শেয়ারের দর আরও কমে
কোম্পানিটির শেয়ারদর গত ২৬ ডিসেম্বর থেকে ব্যাপকভাবে বাড়তে শুরু করে। আগের বছরের তুলনায় কয়েক গুণ আয় করার তথ্য জানানোর পর থেকে ৪৯ টাকা ৪০ পয়সা থেকে টানা বাড়তে বাড়তে ৭ ফেব্রুয়ারি পৌঁছে যায় ১৫৫ টাকা ৯০ পয়সা।
সেদিনই শুরু হয় দর সংশোধন। এর মধ্যে ইউক্রেনে বিএসসির জাহাজে হামলার পর থেকে শুরু হয় পতন।
কেবল বিএসসি নয়, কোনো গুজবে প্রভাবিত বিনিয়োগ না করে পাওয়া তথ্যের সত্যতা যাচাই এবং যে তথ্য প্রচার করা হচ্ছে তার প্রভাব কী হতে পারে, সেটিও যাচাই বাছাই করে শেয়ার কিনতেও বিনিয়োগকারীদেরকে পরামর্শ দেন শামসুদ্দিন আহমেদ।