চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মহসিন চৌধুরীর মা হাসিনা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
এ সময় তার পরিবারের প্রতিও সমবেদনা জানান সিইউজের নেতারা।
নগরীর খলিফা পট্টির নিজ বাসায় মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসিনা বেগমের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আসরের নামাজের পর খলিফাপট্টির নিজ বাসভবনের সামনে মরহুমের প্রথম জানাজা এবং এশার নামাজের পর পটিয়ার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।