১১ বছরের সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন রাব্বী মিয়া। কিন্তু শেষ রক্ষা হলো না তার। মঙ্গলবার ভোরে ধরা পড়েছেন বারহাট্টা থানা পুলিশের ফাঁদে।
নেত্রকোণার বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ বছর বয়সী রাব্বী মিয়ার বাড়ি বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রামে।
ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, রাব্বী আটপাড়া থানার ২০১৩ সালের একটি দস্যুতা মামলার আসামি। ২০২১ সালে আদালত তাকে ১১ বছরের কারাদণ্ড দেয়। কিন্তু রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হয়।