বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রকৌশলীদের ওপর ‘হামলা’: বিদ্যুৎ বিচ্ছিন্ন পূর্বাঞ্চল রেলের দপ্তর

  •    
  • ৮ মার্চ, ২০২২ ১৩:৩৩

রেলওয়ে পূ্র্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইতি ধর নিউজবাংলাকে বলেন, ‘অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে রেলওয়ের বিদ্যুৎ প্রকৌশলীসহ ৬ জন হামলার শিকার হন। এরই পরিপ্রেক্ষিতে প্রকৌশলীরা আন্দোলনে গেছেন। তাদের প্রতিবাদ হিসেবে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখেছেন। তবে, খুব শিগগিরই আমরা এর সমাধান করব।’

চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলওয়ের বিদ্যুৎ লাইনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গোয়ালপাড়ার তুলাতুলীতে সোমবার ‘হামলার শিকার’ হন রেলওয়ের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীসহ ৬ জন।

এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামেন রেলওয়ের ডিপ্লোমা প্রকৌশলীরা।

হামলার প্রতিবাদে সকালে বিচ্ছিন্ন করে দেয়া হয় রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তরের বিদ্যুৎ সংযোগ। ফলে সকাল থেকেই অন্ধকারে সিআরবি। তবে, গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে জেনারেটর সংযোগ দিয়ে কাজ চলছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন অফিস কক্ষ ঘুরে দেখা যায়, অন্ধকারে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। কেউ কেউ মোবাইলের আলো জ্বালিয়ে কাজ করার চেষ্টা করছেন। এ সময় বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে গুরুত্বপূর্ণ অনেক নথিও প্রিন্ট করতে পারছেন না বলে জানিয়েছে একাধিক কর্মকর্তা-কর্মচারী।

সংস্থাপন শাখার আরিফুল ইসলাম নামে এক কর্মচারী বলেন, ‘সকাল থেকে বিদ্যুৎ নেই। তাই প্রিন্টের কাজও থমকে আছে।’

রেলওয়ে পূ্র্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইতি ধর নিউজবাংলাকে বলেন, ‘অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে রেলওয়ের বিদ্যুৎ প্রকৌশলীসহ ৬ জন হামলার শিকার হন। এরই পরিপ্রেক্ষিতে প্রকৌশলীরা আন্দোলনে গেছেন। তাদের প্রতিবাদ হিসেবে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখেছেন। তবে, খুব শিগগিরই আমরা এর সমাধান করব।’

বুধবার সকাল থেকে সিআরবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। এ সময় সমিতির নেতারা হামলাকারীদের বিচার ও তুলাতলী বস্তি উচ্ছেদের দাবি জানান।

রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের নামতে বাধ্য হবো। আমাদের বিদ্যুৎ প্রকৌশলীদের ওপর বার বার হামলা হচ্ছে। বহিরাগতরা প্রতিবারই আমাদের ওপর হামলার করে পার পেয়ে যায়।এর আগেও অনেক ঘটনা ঘটেছে। একটিরও কোনো বিচার হয়নি।’

কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. রাজিব, মো. রিপন মিয়া, মো. শাহরিয়া আজাদ হানিফ, মো. শাহিনুর রহমান।

হামলার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ সোমবার রাতে কোতোয়ালি থানায় অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে মামলা করে। এতে মঙ্গলবার ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘মামলার পর আজ বেলা ১২ টার দিকে ৩ জন গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।’

এ বিভাগের আরো খবর