বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পতন ঠেকাতে পুঁজিবাজারে ১০০ কোটি টাকা বিনিয়োগের নির্দেশ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ মার্চ, ২০২২ ১৩:২৯

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে পুঁজিবাজারে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। সোমবার ১৮২ পয়েন্টের বড় পতন হয়। মঙ্গলবার সকাল ১০টা ৫২ মিনিটে পতন হয় আরও ১৩৮ পয়েন্ট।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে পুঁজিবাজারে ধসের পরিস্থিতিতে তারল্য প্রবাহ নিশ্চিত করতে পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিত করতেই এই অর্থ দ্রুত বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে দেশের পুঁজিবাজারে দেখা দেয়া ধসে ব্যাপকহারে ক্ষতির মুখে পড়তে শুরু করেছেন বিনিয়োগকারীরা। ভালো-মন্দ নির্বিশেষে পড়ছে শেয়ারের দর। সূচক এক বছর আগের কাছাকাছি নেমে এসেছে।

এই টানা দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে ২০১০ সালের মহাধসের স্মৃতি যে ফিরেছে, সেটি বোঝা যাচ্ছে পুঁজিবাজারকেন্দ্রিক ফেসবুক পেজে ঢুঁ দিলেই।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর দিন সূচক যত পড়েছিল, অষ্টম কর্মদিবস সোমবারে তা পড়েছে আরও বেশি। মঙ্গলবার সকাল ১০টা ৫২ মিনিটে পতন হয় আরও ১৩৮ পয়েন্ট। এই কয় দিনে সূচক পড়েছে ৩৮২ পয়েন্ট বা ৫ দশমিক ৫৯ শতাংশ।

হামলার দিন সূচক পড়েছিল ১০৯ পয়েন্ট। সেদিন সারা বিশ্বেই পতন হয়েছিল পুঁজিবাজারের, তবে পরের কর্মদিবসেই বিশ্বের প্রধান পুঁজিবাজারগুলো ঘুরে দাঁড়ালেও তার পরের কর্মদিবস ২৭ ফেব্রুয়ারি আরও বড় পতন দেখে দেশের পুঁজিবাজার। সেদিন সূচক পড়ে ১৬৩ পয়েন্ট।

অবশ্য বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিনিয়োগকারীদেরকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, বড় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছে না। ক্ষুদ্র বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়ায় বাজারে এই দরপতন।

মন বাস্তবতায় স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিল নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর সিএমএসএফ থেকে ১০০ কোটি টাকা টিডিআর হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশে (আইসিবি) বিনিয়োগে সম্মতি জানিয়ে চিঠি দেয় বিএসইসি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত লভ্যাংশ দিয়ে চলতি বছর এই তহবিল গঠন করা হয়েছে। শুরুতে এই তহবিল ২১ হাজার কোটি টাকা হবে বলে জানানো হয়েছিল। তবে পরে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, অবণ্টিত লভ্যাংশের বেশিরভাগই বিনিয়োগকারীরা নিয়ে গেছে।

এ বিভাগের আরো খবর