ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪টি কোপ দেন আব্দুল আলীম। শরীর থেকে তার মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
সাতক্ষীরার কলারোয়ায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।
উপজেলার ইলিশপুর গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৩৫ বছরের ওই নারীর নাম নাজমা খাতুন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা।
পরিবারের বরাতে তিনি জানান, পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪টি কোপ দেন আব্দুল আলীম। শরীর থেকে তার মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
এরপর তিনি বাসে পালিয়ে যাচ্ছিল। গাজিরহাট এলাকায় বাস থেকে তাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।