বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইটভাটায় ট্রলিচাপায় শ্রমিক নিহত 

  •    
  • ৮ মার্চ, ২০২২ ১১:১১

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও ট্রলিচালককে আটকের চেষ্টা চলছে।’

মেহেরপুরের গাংনীতে একটি ইটভাটায় কাজ করার সময় মাটিবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

থানাপাড়া এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছরের কদর আলী গাংনী থানাপাড়ার মৃত লালটু মিয়ার ছেলে।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

স্থানীয়রা জানান, ওই ভাটায় ইট তৈরি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন কদর আলী। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি ভাটায় কাজ করছিলেন। এ সময় ভাটায় মাটিবোঝাই একটি ট্রলি পেছন থেকে কদর আলীকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন কদর আলী।

ঘটনার পরপরই চালক ট্রলি নিয়ে পালিয়ে যায় বলেও জানান তারা।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও ট্রলিচালককে আটকের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর