দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
উপজেলার হাসপাতাল মোড়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ১২ বছরের আশিকুর রহমান বাবু উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে। সে উপজেলার এজেড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল বাবু। পথে হাসপাতাল মোড়ে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ১০ চাকার একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাবু।
দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ জনগণ ট্রাকটি ভাঙচুর ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালকের পরিচয় জানা যায়নি।
ওসি বজলুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ট্রাকটি জব্দ ও চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।