‘আমরা পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এর উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয়। এর আগে গান, নাটক, আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা হয়।
‘নারী-পুরুষের সমতা টেকসই আগামীর মূলকথা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে বরিশালে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।
‘আমরা পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এর উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে এই কর্মসূচি পালিত হয় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।
এর আগে গান, নাটক, আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, জয়ীতা বিজয়ী রহিমা সুলতানা কাজল, নারীনেত্রী হাসিনা বেগম নিলাসহ অনেকে বক্তব্য দেন।