বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ত্বকীর হত্যাকারী আপনার ঘরে: শামীম ওসমানের প্রতি আইভী

  •    
  • ৮ মার্চ, ২০২২ ০১:০৬

আইভী বলেন, ‘আপনি তো ত্বকী হত্যার বিচার চেয়েছেন। আপনি তো জানেন ত্বকীকে কে হত্যা করেছে। হত্যাকারী আপনার ঘরে। সাহস থাকলে হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন বুঝবো আপনি বাংলাদেশের কত বড় নেতা।’

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আপনি তো ত্বকী হত্যার বিচার চেয়েছেন। আপনি তো জানেন ত্বকীকে কে হত্যা করেছে, হত্যাকারী আপনার ঘরে। সাহস থাকলে হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন বুঝবো আপনি বাংলাদেশের কতো বড় নেতা।’

বহুল আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯ বছর পূর্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে সমাবেশে আইভী এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘মার্চ মাস এলেই দেখি আপনারা নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখাতে মিথ্যা কথা বলেন। আপনের দিন শেষ, আপনের মিথ্যাচারিতা, হঠকারিতা, নাটক আমরা সবাই জানি। এগুলো বন্ধ করেন।’

‘নির্মমভাবে আমাদের বাচ্চাকে কেড়ে নেয়া হয়েছে। এতো আলোচিত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না। কেন হচ্ছে না আমরা নারায়ণগঞ্জবাসী জানি। শুধু নারায়ণগঞ্জের মানুষই নয়, সারা বিশ্বের যেখানে বাঙালি আছেন তারাও অনুধাবন করতে পারেন।’

ত্বকী হত্যার মামলার তদন্ত নিয়ে আইভী বলেন, ‘র‌্যাব তদন্ত করল, খসড়া রির্পোটে অনেকের নাম বেরিয়ে এল। আর সেটাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে গেল। প্রভাবশালীরা, তাদের সন্তানরা ও আত্মীয়-স্বজনরা মিলে ত্বকীকে হত্যা করেছে। কারণ ত্বকীর বাবা প্রতিবাদ করেছিলেন সাধারণ মানুষের জন্য, বাস ভাড়া কমানোর জন্য।

‘তার কণ্ঠরোধ করার জন্য সন্তানকে হত্যা করেছে ভয় দেখানোর জন্য, নারায়ণগঞ্জকে ভিতু করার জন্য। মানুষ যেন সাহস করে কথা বলতে না পারে সেজন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা কখনো স্বপ্নেও ভাবেনি, মানুষ এইভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে। নারায়ণগঞ্জের মানুষ ত্বকী হত্যার বিচার চায়।’

আইভী বলেন, ‘ত্বকীর হত্যাকারীদের প্রশাসন চোখে দেখে না। তাদের নাকের ডগার ওপর দিয়ে সম্প্রতি শত শত হোন্ডার বাহিনী একটি পত্রিকা অফিসে হামলা করেছে। তারপরও প্রশাসন তাদের দেখে না, তাদের বিচার হয় না। কেন হয় না? কারণ তারা এই শহরের সবচেয়ে বড় বিখ্যাত পরিবার।সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ করে আইভী আরো বলেন, ‘যিনি তোলারাম কলেজে টাকার জন্য ফরম পূরণ করতে পারেন নাই, এ কথা নিজের মুখে বলেছেন। আজকে উনি কোটি কোটি টাকার মালিক। আবার অন্যের দিকে চোখ তুলে বলেন, কিভাবে বাড়ি করল।

‘আরে বাপের জায়গা বিক্রি করে বাড়ি করেছি। আপনার মতো চুরি করে নয়, দুর্নীতি করে নয়। অনেকে জানেন না, ওনার ১৬ থেকে ১৭টি কার্গো জাহাজ আছে। উনি কীভাবে রাতারাতি ওই শিপের মালিক হলেন, কীভাবে উনি কোটি টাকার মালিক হয়ে গেছেন, সেটা তো নারায়ণগঞ্জবাসীও জানতে চায়।’

আইভী বলেন, ‘আপনি তো যখন তখন দেশ ছেড়ে চলে যান। যখনই সমস্যা হয়, আপনি চলে যান ইন্ডিয়া অথবা কানাডা বা দুবাই। শত শত কোটি টাকা পাচার করে দিয়েছেন দুবাইতে, মালেশিয়াতে। বাড়িঘর সব জায়গায় করেছেন, আবারও চলে যাবেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার, ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম ও ত্বকীর বাবা রফিউর রাব্বি ।

এ বিভাগের আরো খবর