ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার বেলা ৩টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
৬৫ বছর বয়সী আব্দুর রশিদ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। অবসরপ্রাপ্ত এই চিকিৎসকের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আব্দুর রশিদ বাড়ি থেকে বাইকে চরহোসেনপুর মার্কাজ মসজিদে যাচ্ছিলেন। বেলা ৩টার দিকে চরহোসেনপুর এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আব্দুর রশিদ বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যালে পাঠান।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ঈশ্বরগঞ্জের ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক আগেই পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।