দুপুরে কাজ করার সময় অসাবধানতায় কাপড়ের রোলারের সঙ্গে ধাক্কা লেগে মেঝেতে পড়ে যান রিপন। সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন।
ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাপড় তৈরির রোলারের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে।
আশুলিয়ার বাড়ইপাড়া তানজিলা টেক্সটাইল লিমিটেডে সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন আহম্মেদের বাড়ি কুড়িগ্রামে। ওই কারখানায় তিনি অপারেটর হিসেবে কাজ করতেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে কাজ করার সময় অসাবধানতায় কাপড়ের রোলারের সঙ্গে ধাক্কা লেগে মেঝেতে পড়ে যান রিপন। সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন। সেখানে বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, রিপনের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।