হত্যা মামলার সাজা নিয়ে পালিয়ে থাকা আসামি রাসেল ইসলাম ধরা পড়েছেন মাদকসহ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম সোমবার শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের রিমান্ড আদেশ দেন।
পুলিশ জানায়, পল্লবী থানা হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় ২০২০ সালে সাত বছরের কারাদণ্ড দেয়া হয় আসামি রাসেলকে।
একই মামলায় পুলিশের এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাশেদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পুলিশের সোর্স পরিচয় দেয়া সুমন নামে আরেক আসামিকেও সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।
জনি হত্যা মামলার রায়ের আগে থেকেই পলাতক ছিলেন রাসেল। রোববার দুপুরে রাজধানীর লালবাগ এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে পাওয়া যায় ৭৫ গ্রাম হেরোইন।
লালবাগ থানায় মাদকের মামলা হলে তাকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রোববার তাকে আদালতে হাজির করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায় পুলিশ।
আসামির পক্ষে আইনজীবী সুবর্ণা রাণী চন্দ্র রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
শুনানি শেষে আদালত রাসেল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের রিমান্ড আদেশ দেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন।