সহিংসতার ভয়ের বিরুদ্ধে যাতে নারীরা রুখে দাঁড়াতে পারে তার জন্য একসঙ্গে কাজ করবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন।
ঢাকায় সোমবার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি অফিসে সংস্থা দুটির প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রচার অভিযান শুরু হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মত সহিংসতার ভয়ের বিরুদ্ধে একত্রিত হবে সারা দেশের যুবরা।
সহিংসতার ভয় নিয়ে একটি জরিপ পরিচালনা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। যেখানে অংশ নেয় বিভিন্ন বয়সের ১২ হাজার নারী।
এতে দেখা যায়, ৮১ দশমিক ৬ শতাংশ নারী গণপরিসরে বিভিন্ন রকম হয়রানির শিকার হয়। ৮৬ দশমিক ৮ শতাংশ নারী ও কিশোরী জানান তারা নিজ পরিবারেই বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন।
জরিপে অংশ নেয়াদের ৭৪ শতাংশ নারী শিক্ষার্থী তাদের শিক্ষক, জ্যেষ্ঠ শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন বিরূপ ও অশালীন মন্তব্যের শিকার হয়েছেন। অনলাইন প্ল্যাটফর্মে বিরূপ মন্তব্যের শিকার হওয়ার কথা জানান অংশগ্রহণকারীদের ৫৭ শতাংশ নারী।
কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ। যা তাদের মনে দীর্ঘমেয়াদি ভয় সঞ্চার করে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস রাইটস ডিরেক্টর কাশফিয়া ফিরোজ বলেন, ‘জরিপের তথ্য মতে, ভয়ের কারণে অনেক সময় বাবা-মায়েরা মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে, খেলাধুলা, পিকনিকে অংশগ্রহণ করতে দিতে অনাগ্রহ প্রকাশ করেন। সহিংসতার ভয়ের এই বলয়কেই আমরা আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে ভাঙতে চাই।’
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ বলেন, ‘আগ্রাসন কিংবা জেন্ডারভিত্তিক সহিংসতার ভয় নারীর জীবনকে সীমাবদ্ধ করে তোলে। আমরা চাই সমাজের প্রতিটা জায়গা, প্রতিটা স্তর হবে সব মানুষের জন্য নিরাপদ।’
প্রচার অভিযানের শুরুতে ঢাকা, রংপুর, বরিশাল এবং কক্সবাজার থেকে নির্বাচিত ২০ জন যুব গ্রহণ করবেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। তারা নিজ নিজ কমিউনিটির তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং সহিংসতার ভয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে পারেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হবে প্রচার।
পুরো ক্যাম্পেইনটি শেষ হবে একটি জাতীয় আলোচনার মধ্য দিয়ে- যেখানে যুবদের মধ্য থেকেই উঠে আসবে সহিংসতার ভয় বিষয়ক চ্যালেঞ্জের গল্প এবং তা মোকাবিলার পথ।