ঢাকার সাভারে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের পরিচয় দেয়া দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেপ্তার দুজনকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
রোববার রাত ৩টার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর দশতলা এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৪। সোমবার সকালে র্যাব সদস্য বজলুর রশিদ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন পটুয়াখালীর ফজিতু গ্রামের জামাল শিকদার ও ময়মনসিংহের শালগাঁও গ্রামের ফজলুল হক।
এজাহারে বলা হয়, গতকাল রাত ৩টার দিকে আশুলিয়ার ডেন্ডাবরের দশতলা রোড এলাকায় কয়েকজন ব্যক্তি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের পরিচয় দিয়েছে। বিষয়টি স্থানীদের কাছে সন্দেহ হলে র্যাবকে খবর দেয়া হয়। র্যাব সদস্যরা তাদের কাছে গোয়েন্দা সংস্থার আইডি কার্ড দেখাতে বলেন। এ সময় তারা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি জব্দ করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ‘সকালে মামলাটি নথিভুক্ত হয়েছে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে। রিমান্ডের বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। যদি প্রয়োজন হয় আবেদন করা হবে।’