বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণে উপকূলের কিশোরীরা

  •    
  • ৭ মার্চ, ২০২২ ১৬:৩৩

বোরহানউদ্দিন ইউএনও সাইফুর রহমান বলেন, ‘দ্বীপ জেলা ভোলায় মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এ ছাড়া পারিবারিক সহিংসতা রোধে মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশে কারাতে প্রশিক্ষণ ভূমিকা রাখবে। তাই সব মেয়ের আত্মরক্ষার কৌশল জানা দরকার।’ 

নিরাপত্তার অজুহাতে ১৮ বছরের আগেই উপকূলীয় জেলা ভোলার প্রান্তিক অঞ্চলে মেয়েরা বাল্যবিয়ের শিকার হচ্ছে প্রতিনিয়ত। চলার পথে প্রতি মুহূর্তে তাদের নানা ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে।

তাই হয়রানি ও বাল্যবিয়ে রুখতে মেয়েদের আত্মবিশ্বাসী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ও উপজেলা প্রশাসন।

কিশোরীদের আত্মরক্ষায় দেয়া হচ্ছে কারাতে প্রশিক্ষণ। এতে অংশ নিচ্ছেন বোরহানউদ্দিন উপজেলার ১০ ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক কিশোরী।

এ ছাড়া জেলার ৩টি উপজেলার প্রায় দুই শতাধিক স্কুলগামী ও ঝরে পড়া কিশোরী ক্লাবের সদস্যরাও এ প্রশিক্ষণে অংশ নিতে পারবে। এতে খুশি অভিভাবকরাও। উপজেলা প্রশাসন বলছে, প্রান্তিক পর্যায়ে কারাতে প্রশিক্ষণ কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাবে, কমে আসবে বাল্যবিয়ের হার। একই সঙ্গে মানসিক সাহসও বাড়বে তাদের।

এ ধরনের প্রশিক্ষণ কিশোরীদের মানসিক ও শারীরিকভাবে আত্মবিশ্বাসী করে তুলবে। ছবি: নিউজবাংলা

সুশীলন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’ স্লোগান সামনে রেখে জেলায় মেয়েদের সুরক্ষায় কারাতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

বোরহানউদ্দিন, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলায় প্রতিদিন উপজেলা মিলনায়তনে কিশোরীরা প্রশিক্ষণে অংশ নিচ্ছে। মাসব্যাপী এই আয়োজনে এসে মেয়েরা কারাতের নানা কৌশল শিখে আত্মবিশ্বাসী হয়ে উঠছে।

প্রশিক্ষণ নেয়া নুরুন্নাহার বেগম বলেন, ‘বিদ্যালয়ে যাওয়ার পথে বেশ কয়েকবার বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়েছি। এ কারণে বিদ্যালয়ে যাওয়াই বন্ধ হয়ে যায়। আগে একা পথ চলতে ভয় লাগত। এ প্রশিক্ষণের পর এখন আর ভয় লাগে না। বিনা মূল্যে এ প্রশিক্ষণ নিতে পেরে আমি খুশি।’

প্রশিক্ষণ নিতে আসা বোরহানউদ্দিন বালিকা বিদ্যালয়ের তামান্না বলেন, ‘আত্মরক্ষার জন্য এখানে নানা কৌশল শিখতে পারছি। এখন স্কুলে চলার পথে কোনো বাধা আসলে নিজেই সামলে নিতে পারব।’

আরেক অভিভাবক রাজিয়া খাতুন বলেন, ‘রাস্তাঘাটে মেয়েদের একা চলাটা অনেকটা অনিরাপদ। মেয়ে যেন নিজেই নিজেকে সুরক্ষিত রাখতে পারে এই জন্য কারাতে প্রশিক্ষণে নিয়ে এসেছি। নিজেদের সুরক্ষার জন্য কিশোরীদের উচিত কারাতের নানা কৌশল শেখা।’

কিশোরীদের আত্মরক্ষায় প্রয়োজন কারাতে প্রশিক্ষণ। ছবি: নিউজবাংলা

প্রধান প্রশিক্ষক সালাউদ্দিন ভূইয়া বলেন, ‘তৃণমূল পর্যায়ে কিশোরীদের আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ দিতে পেরে খুবই ভালো লাগছে। এ প্রশিক্ষণ নিয়ে কিশোরীরা মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হবে। এর মাধ্যমে একদিকে মেয়েদের সাহস বাড়বে, অন্যদিকে পথচলা সহজ হবে।’

প্রশিক্ষণের বিষয়ে উন্নয়ন সংস্থা সুশীলনের টিম ম্যানেজার মো. রকিবুল বাহার জানান, বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের মাধ্যমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায় ভোলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার পিছিয়ে পড়া কিশোরীদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নিজের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কারাতের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

মূলত মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ২০৪১ সালের মধ্যে বাল্যবিয়ে বন্ধের। সেই কর্মসূচি বাস্তবায়নেই কাজ করছে প্রকল্পটি।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান বলেন, ‘দ্বীপ জেলা ভোলায় মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এ ছাড়া পারিবারিক সহিংসতা রোধে মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশে কারাতে প্রশিক্ষণ ভূমিকা রাখবে। তাই সব মেয়ের আত্মরক্ষার কৌশল জানা দরকার।’

মাসব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের পোশাক ও যাতায়ত খরচ সংস্থার পক্ষ থেকেই দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো খবর