বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  •    
  • ৭ মার্চ, ২০২২ ১৪:০১

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুর সঙ্গেও কথা বলেছি। প্রাথমিকভাবে অভিযোগ সত্য বলে মনে হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত ৬০ বছরের সামছুল মিয়াকে সোমবার দুপুর ১টার দিকে আটক করা হয়। সামছুল পাশের মার্কাজ এলাকার বাসিন্দা।

আটকের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি।’

এদিকে শিশুকে ধর্ষণের বিষয় নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান।

ধর্ষণের শিকার শিশুর বাড়ি দুর্গাপুর পৌর এলাকার বুরুঙ্গা গ্রামে। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ওই শিশুর পরিবার জানায়, রোববার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশের একটি মাঠে খেলছিল। এ সময় অভিযুক্ত তাকে তার ‘বাবা ডাকছে’ বলে একটি কুমড়া ক্ষেতে নিয়ে যান। এরপর সেখানে শিশুটিকে ধর্ষণ করেন।

এদিকে সন্ধ্যার পরও শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় তারা শিশুটিকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে দেখেন। তারা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি ধর্ষণের ঘটনা জানায় ও জ্ঞান হারিয়ে ফেলে। রাতেই তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলাম, কিন্তু অভিভাবকরা আজ সকালে তাকে নিয়ে গেছে।’

ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুর সঙ্গেও কথা বলেছি। প্রাথমিকভাবে অভিযোগ সত্য বলে মনে হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর