রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিবুর রহমান লাইজু জানান, ২০১৮ সালের ৪ আগস্ট পীরগঞ্জের ওই ব্যক্তি তার স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন।
রংপুরের পীরগঞ্জে ধর্ষণ মামলায় বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে আসামিকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার বেলা ১টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিবুর রহমান লাইজু জানান, ২০১৮ সালের ৪ আগস্ট পীরগঞ্জের ওই ব্যক্তি তার স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন।
২০১৯ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার বাদী বলেন, ‘এ রায়ে আমি খুশি। আর যেন কোনো বাবা এমন ঘটনা না ঘটান।’